3 Feb 2015

ছড়া:বই পড়

বই পড়
ওয়াহিদ জামান


হতে চাও বড়
বই তবে পড়
দেশের কল্যাণে নিজেকেই গড়ো।

নতুন নতুন বই
তোমরা গেলে কই
জ্ঞানের আলোয় সব আলোকিত হই।

কবিতা ছড়া
পড়া আর গড়া
ভাবনার সাগরে জ্ঞান ভেলায় চড়া।

উপন্যাস গল্প
প্রবন্ধ স্বল্প
ফিচার কলামে সাজাও রূপকল্প।