মুনাফেকী
ওয়াহিদ জামান
সরল ভাবে মিথ্যা বলে
সাধু সাজার ভান,
মুনাফেকীর লক্ষণ এটা
কপটতার টান।
ওয়াদা করে যখন তখন
কথার অনেক দাম,
মুনাফেকী থাকলে পরে
ভঙ্গ করাই কাম।
আমানতে মুনাফেকী
খেয়ানত করে,
অবশেষে অপমানে
শাস্তিতে মরে।
বাহিরেতে আল্লাহ আল্লাহ
মন হরে হরে,
মুনাফেক-এ ভরেছে দেশ
শান্তি নাই ঘরে।
ওয়াহিদ জামান
সরল ভাবে মিথ্যা বলে
সাধু সাজার ভান,
মুনাফেকীর লক্ষণ এটা
কপটতার টান।
ওয়াদা করে যখন তখন
কথার অনেক দাম,
মুনাফেকী থাকলে পরে
ভঙ্গ করাই কাম।
আমানতে মুনাফেকী
খেয়ানত করে,
অবশেষে অপমানে
শাস্তিতে মরে।
বাহিরেতে আল্লাহ আল্লাহ
মন হরে হরে,
মুনাফেক-এ ভরেছে দেশ
শান্তি নাই ঘরে।