22 Mar 2015

ছড়া: জ্বর সর্দি মাথাব্যথা

জ্বর সর্দি মাথাব্যথা
ওয়াহিদ জামান


জ্বর জ্বর সারা গায়
কিছু ভালো লাগে না,
নাক জুড়ে সর্দিটা
কিছুতেই ভাগে না।

আহা ভার মাথাটা
টিপ টিপ ব্যথাযে,
শুয়ে কাটে দিন-রাত
মুড়িয়ে কাঁথাযে।

পরীক্ষা পরীক্ষা
ক্লাসে ও শরীরে,
প্রস্তুতি জিরো জিরো
চিন্তায় মরি রে।

দোয়া, দোয়া, দোয়া চাই
কই মোর প্রিয়জন?
ক্ষমা চাই, মাফ করো
আল্লাগো প্রতিক্ষণ।