16 Mar 2015

ছড়া: ক্রিকেট যুদ্ধ

ক্রিকেট যুদ্ধ
ওয়াহিদ জামান


বৃটিশ ছিলো দাদার শত্রু
খতম হয়ে গেছে,
ইস্ট ইন্ডিয়ার ব্যাবসাপাতি
নেইতো তাদের কাছে।

উর্দুভাষী পাকিস্তানী
বাবার শত্রু ছিলো,
যুদ্ধ শেষে হেরে গিয়ে
কদমে ফুল দিলো।

এখন আসছে ভারতীরা
নতুন শত্রু বেশে,
সীমান্তে লাশ সকাল দুপুর
ফেলছে হেসে হেসে।

অস্ত্র পাঠায় মাদক পাঠায়
অবৈধ পথ দিয়ে,
অপরাধীরা আশ্রয় পায়
ঐ সে ভারত গিয়ে।

তাইতো তারা মোদের শত্রু
বীর সেনানী জাগো,
লড়াই হবে ছক্কা-চারে
উইকেট ছেড়ে ভাগো।