জিতে গেছে বাংলাদেশ
ওয়াহিদ জামান
জিতে গেছে মোর বাংলাদেশ
জিতে গেছি আমি,
একই সাথে জিতলো রুবেল
উইকেট অনেক দামী।
জিতে গেছে আমার আবেগ
জিতলো চোখের পানি,
জিতে গেলো ব্যর্থ হওয়া
তামিমের ক্যাচ খানি।
মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ
সেঞ্চুরিয়ান তুমি,
লিখালে নাম ইতিহাসে
ধন্য বাংলার ভূমি।
জিতে গেছে মাশরাফি ভাই
ত্যাগী ক্রিকেট নেতা,
ধন্যবাদ দেই সবাইকে তাই
যাদের জন্য জেতা।
বাংলার বাঘ হালুম করে
ঘেউ ঘেউ করেনা,
বিশ্ব মাঝে উঁচু মাথা
কাউকে ছাড়ে না।
ওয়াহিদ জামান
জিতে গেছে মোর বাংলাদেশ
জিতে গেছি আমি,
একই সাথে জিতলো রুবেল
উইকেট অনেক দামী।
জিতে গেছে আমার আবেগ
জিতলো চোখের পানি,
জিতে গেলো ব্যর্থ হওয়া
তামিমের ক্যাচ খানি।
মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ
সেঞ্চুরিয়ান তুমি,
লিখালে নাম ইতিহাসে
ধন্য বাংলার ভূমি।
জিতে গেছে মাশরাফি ভাই
ত্যাগী ক্রিকেট নেতা,
ধন্যবাদ দেই সবাইকে তাই
যাদের জন্য জেতা।
বাংলার বাঘ হালুম করে
ঘেউ ঘেউ করেনা,
বিশ্ব মাঝে উঁচু মাথা
কাউকে ছাড়ে না।