ফোনিং নেশা
ওয়াহিদ জামান
ফোনিং নেশা ফোনিং পেশা
কত্তো কথা বলেরে,
দিন রাত্রি নেইকো বিরাম
কথাই শুধু চলেরে।
ঘুম ভাঙ্গে তার লেডি কলে
মিষ্টি ঝাড়ি শুনে,
কতো সখি আছে তাহার
রাখবে কে আর গুনে।
আইতে কথা যাইতে কথা
আরো কথা শুইতে,
দিনে চলে ওপেন কথা
গোপন কথা রাইতে।
ময়না পাখি কল করে
প্রতিদিন দুপুরে,
তারে নাকি মানায় ভালো
রূপালী নূপুরে।
টিয়া পাখির অভিযোগ
ডিস্টার্ব করে কুকুরে,
উঁকি ঝুকি মারে নাকি
নাইতে নামলে পুকুরে।
অল্প স্বল্প গল্প করে
রাত বারোটার পাখিরে,
শব্দ তেমন না হলেও
দেহে লাগে ঝাকিরে।
মস্ত বড় প্রেমিক পুরুষ
সুখ ধরে না তার প্রাণে,
মোবাইলে তার চার্জ রয়না
দুঃখ তাহার একখানে।
সামনের মাসে বেতন পেয়ে
জেনারেটর কিনবে,
চার্জ ফুরায় কেমন করে
দেখবে তখন দেখবে।
ওয়াহিদ জামান
ফোনিং নেশা ফোনিং পেশা
কত্তো কথা বলেরে,
দিন রাত্রি নেইকো বিরাম
কথাই শুধু চলেরে।
ঘুম ভাঙ্গে তার লেডি কলে
মিষ্টি ঝাড়ি শুনে,
কতো সখি আছে তাহার
রাখবে কে আর গুনে।
আইতে কথা যাইতে কথা
আরো কথা শুইতে,
দিনে চলে ওপেন কথা
গোপন কথা রাইতে।
ময়না পাখি কল করে
প্রতিদিন দুপুরে,
তারে নাকি মানায় ভালো
রূপালী নূপুরে।
টিয়া পাখির অভিযোগ
ডিস্টার্ব করে কুকুরে,
উঁকি ঝুকি মারে নাকি
নাইতে নামলে পুকুরে।
অল্প স্বল্প গল্প করে
রাত বারোটার পাখিরে,
শব্দ তেমন না হলেও
দেহে লাগে ঝাকিরে।
মস্ত বড় প্রেমিক পুরুষ
সুখ ধরে না তার প্রাণে,
মোবাইলে তার চার্জ রয়না
দুঃখ তাহার একখানে।
সামনের মাসে বেতন পেয়ে
জেনারেটর কিনবে,
চার্জ ফুরায় কেমন করে
দেখবে তখন দেখবে।