2 Dec 2015

ছড়া : কাঠবিড়ালী

কাঠবিড়ালী
ওয়াহিদ জামান

কাঠবিড়ালী কাঠবিড়ালী
একটা নালিশ আছে,
গর্ত করে বাসা করো
আমার প্রিয় গাছে।

দেখতে তুমি অনেক ভালো
সাজো নানান রঙে,
কিসের তবে বিরোধ এতো
আমার গাছের সঙ্গে?