বাবা পদে পদোন্নতি
জানুয়ারি,
২০১১। হটাৎ করেই আমাকে পাঠানো হয় হরিয়ানে। দীর্ঘ দেড় বছর যাবৎ হরিয়ান
ইউনিয়নের অলি-গলি, রাস্তা-ঘাটে সাইকেল নিয়ে ঘুরেছি। কত শত মানুষের সাথে
পরিচিত হয়েছি। কত বাড়ি খেয়েছি, কত বাড়ি থেকেছি তার কোন ইয়াত্তা নেই। অনেকের
সুখ-দুঃখের সাথী হয়েছি। একটি মুখ দূর থেকে দেখতাম, মন টানতো তার দিকে।
কিন্তু এক অপ্রকাশিত কারণে তার কাছে যেতে পারতাম না। এখন আর কোন বাধা নেই।
মাঝেমধ্যে বেড়াতে গেলে তার সাথে দেখা হয়, মন ভরে কথা হয়। গত কয়েক দিন আগে
তিনি এক কন্যা সন্তানের জনক হয়েছেন। সে উপলক্ষ্যে কন্যার জনক ও জননীকে
দুইটি শুভেচ্ছা কার্ড দিয়েছিলাম। সেখানে যা লেখাছিল............................
পদোন্নতি পত্র
Welcome to the World of Father
আমাদের সমাজে দুই ধরনের পুরুষ মানুষ দেখা যায়। এক-যুবক, আরেক-বিবাহিত।
যুবকদের পদোন্নতি (promotion) সময় সাপেক্ষ। ইচ্ছা করলেই কেউ ৫ বছরের আগে
শিশু থেকে বালক হতে পারেনা। আবার ইচ্ছা না থাকলেও ১২ বছরের পর তারুন্য
আসবেই। এক্ষেত্রে কোন যোগ্যতা লাগেনা।
কিন্তু বিবাহিত মানুষের পদোন্নতি তার ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা ও অদম্য
ইচ্ছার সমন্বয় সাধনেই হয়ে থাকে। স্বামী হিসাবে শুরু হয় এ জীবন। তারপর একে
একে বাবা, দাদা-নানা সহ আরো কত পদ !! প্রত্যেক পদের যোগ্যতা ও কাজের ধরণ
ভিন্ন ভিন্ন।
আপনার প্রথম পদোন্নতি হয়েছে। এখন থেকে আপনি আমাদের এ দুনিয়ায় বাবা হিসাবে
কাজ করবেন। আপনার উত্তরোত্তর মঙ্গল ও পদোন্নতি কামনা করি। সাফল্যের কাংখিত
মানযিলে পৌঁছে যান যথা সময়ে, সেই কামনায় এখানেই ইতি টানছি।
মাতৃত্বের ভূবনে স্বাগতম
Welcome to the World of Mother
সব মা-ই তার নিজের সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। নিজের সন্তানকে
’দুধে-ভাতে’ রাখার জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে দ্বিধা করবেন, এমন কোন
মা কি আছেন? নিশ্চয়ই না। আর সন্তান মাত্রই মায়ের ভালোবাসার কাঙাল। মায়ের
স্নেহ ছায়ায় বেড়ে ওঠার সুখ সব সন্তানের কাছেই জীবনের সবচেয়ে মূল্যবান
স্মৃতি।
মায়ের কাছ থেকে দূরে থাকার বেদনা, মাকে চোখের সামনে দেখতে না পারার কষ্ট সব
সন্তানকেই পোড়ায় প্রতিনিয়ত। স্বপ্ন-ক্যারিয়ার, জীবনের পথে নিরন্তর ছুটে
চলার ব্যস্ততা, আমাদের হয়তো মায়ের কাছ থেকে খানিকটা হলেও দূরে সরিয়ে দেয়।
কিন্তু খুব গোপনে সন্তানের বুকের গভীরে মায়ের যে আসন সেটি কিছুতেই নষ্ট
হওয়ার নয়।
নিশ্চিত বলা যায়, সব সন্তানের সাফল্যের পেছনেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
জড়িয়ে আছেন যে মানুষটি, তিনি তার মা। আপনিও একজন গর্বিত মা। আদর-দরদ,
স্নেহ-মমতা, ভালোবাসায় বড় হয়ে উঠুক আপনার সন্তান, উজ্জ্বল করুক দেশ ও দশের
মুখ। সেই কামনায় এই আমি।