বিড়ি : জনপ্রিয় সামাজিক খাবার
ওয়াহিদ জামান
ওয়াহিদ জামান
বিড়ি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক খাবার। একজন খাইলেই আশেপাশের সবাই স্বাদ অনুভব করতে পারে। কী মজা ! তাই না?
বিধানগত দিক দিয়ে বলা যায়, এটা ‘বদ অভ্যাসে কিফায়া’। একজন খাইলেই সবার আদায় হয়ে যায়। তাইতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে দেখানো হয়েছে- ধূমপান জনিত রোগে আক্রান্ত রুগীদের ১৭% ই অধূমপায়ী। কী আশ্চার্য ! তাই না?
ধুমপান না করেও রেহায় নেই রোগ থেকে। কারন- যারা ধূমপান করে তারা মানষিকভাবে এটাকে খারাপ হিসাবে দেখেনা। তাই এটার প্রভাব কম পড়ে। আর যারা ধূমপান করেনা, মানষিকভাবে তারা এর গন্ধকে মেনে নিতে পারেনা। তাই এটা তাদের শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। সুতরাং বলা যায়- ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও, সবার জন্য নয়। শুধুমাত্র অধূমপায়ীদের জন্য।
এখন করণীয় কী?
যেহেতু ধূমপায়ীদের ক্ষতি কম হয় সেহেতু তাদের উপদেশ দিয়ে লাভ নেই। তাছাড়া তাদের বড় বড় উপমা আছে। যেমন ধরুন- বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামাও বিড়িখোর।
ব্যা...ব্যা....ব্যা...
সুতরাং যা করার অধূমপায়ীদেরকেই করতে হবে।
যেহেতু ধূমপায়ীদের ক্ষতি কম হয় সেহেতু তাদের উপদেশ দিয়ে লাভ নেই। তাছাড়া তাদের বড় বড় উপমা আছে। যেমন ধরুন- বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামাও বিড়িখোর।
ব্যা...ব্যা....ব্যা...
সুতরাং যা করার অধূমপায়ীদেরকেই করতে হবে।