27 Dec 2014

ছড়া: পুলিশনামা

পুলিশনামা
ওয়াহিদ জামান

পুলিশ, পুলিশ, হায়রে পুলিশ,
কিসের চাপে নীতি ভুলিস?
মুুখে মুখে সেবার বুলি,
হুজুর দেখলেই অমনি গুলি।
ডাকাতি আর চাঁদাবাজি,
অর্থের মোহে সবিই রাজি।
ছিনতাই, চুরি, মেয়ে ধর্ষণ,
মিছিল হলেই বোমা বর্ষণ।
মামলার হাটে পুলিশ রিমাণ্ড,
নির্যাতন ও ঘুষের ডিমাণ্ড।
বিরোধী দমনে খুন-গুম,
সরকারের ইচ্ছায় লাশের ধুম।
বুটের নিচে মানবতা,
থমকে গেছে স্বাধীনতা।
দূর্নীতিতে পুলিশ সেরা,
দেশ বাঁচাতে ওদের ফেরা।