রুদ্ধ দেশের মাটি
ওয়াহিদ জামান
ক্ষমতার মালিক জনগণ
সভা-সমাবেশ প্রতিক্ষণ
কই সে গণতন্ত্র?
ক্ষমতার মোহে একজনা
সভা-সমাবেশ চলবেনা
সরকার দলের মন্ত্র।
কেউবা রোগী হাসপাতালের
কেউ বাসিন্দা গহীন জেলের
বদ্ধ বিরোধী দল,
মুখে মুখে মানবতা
এটাই নাকি স্বাধীনতা
সরকারের আজব ছল।
দেশ বড় না তুমি বড়
কিসের আশায় জীবন গড়ো
রুদ্ধ দেশের মাটি,
স্বৈরাচারকে খতম করে
আসবে ফিরে আপন ঘরে
তবেই তুমি খাঁটি।
ওয়াহিদ জামান
ক্ষমতার মালিক জনগণ
সভা-সমাবেশ প্রতিক্ষণ
কই সে গণতন্ত্র?
ক্ষমতার মোহে একজনা
সভা-সমাবেশ চলবেনা
সরকার দলের মন্ত্র।
কেউবা রোগী হাসপাতালের
কেউ বাসিন্দা গহীন জেলের
বদ্ধ বিরোধী দল,
মুখে মুখে মানবতা
এটাই নাকি স্বাধীনতা
সরকারের আজব ছল।
দেশ বড় না তুমি বড়
কিসের আশায় জীবন গড়ো
রুদ্ধ দেশের মাটি,
স্বৈরাচারকে খতম করে
আসবে ফিরে আপন ঘরে
তবেই তুমি খাঁটি।