পপুলেশন সায়েন্স
ওয়াহিদ জামান
জনসংখ্যা বা জনগণ
ইংরেজিতে পপুলেশন
সরকার করে গণন,
সায়েন্স বলতে বিজ্ঞান বুঝায়
তত্ত্ব তার ব্যাবহারিক চায়
গড়তে জাতির মনন।
এণ্ড ব্যবহার যুক্ত করতে
এবং অর্থে পড়তে লিখতে
যুক্ত আমরা সবাই,
হিউম্যান বলতে বুঝবে মানুষ
থাকবে তাদের মান এবং হুশ
কোন ভেদাভেদ নাই।
সম্পদ অর্থে রিসোর্স আসে
থাকে সেটা মানব পাশে
মানুষ প্রধান সম্পদ,
ডেভেলপমেন্টের একটাই পণ
মানব সম্পদের উন্নয়ন
সমৃদ্ধ জনপদ।
ওয়াহিদ জামান
জনসংখ্যা বা জনগণ
ইংরেজিতে পপুলেশন
সরকার করে গণন,
সায়েন্স বলতে বিজ্ঞান বুঝায়
তত্ত্ব তার ব্যাবহারিক চায়
গড়তে জাতির মনন।
এণ্ড ব্যবহার যুক্ত করতে
এবং অর্থে পড়তে লিখতে
যুক্ত আমরা সবাই,
হিউম্যান বলতে বুঝবে মানুষ
থাকবে তাদের মান এবং হুশ
কোন ভেদাভেদ নাই।
সম্পদ অর্থে রিসোর্স আসে
থাকে সেটা মানব পাশে
মানুষ প্রধান সম্পদ,
ডেভেলপমেন্টের একটাই পণ
মানব সম্পদের উন্নয়ন
সমৃদ্ধ জনপদ।