বিচার
ওয়াহিদ জামান
বিচারপতির প্রধান যিনি
তিনিই তো দলকানা,
বিচার আবার কেমন হবে
সবার তা বেশ জানা।
নিজের দলের অপরাধী
মাফ পাবে সহজেই,
বিনা দোষে বিরোধীরা
ধুঁকে ধুঁকে মরবেই।
পুকুরচুরি করে মন্ত্রী
ধরা পড়বে শেষে,
খালাস পেয়ে মুক্ত হবে
আদালতে এসে।
ন্যায়বিচার যে সোনার হরিণ
কোথায় তুমি পাবে?
বিচারকরাই হত্যাকারী
কার কাছে আর যাবে?
বিচার বিভাগ স্বাধীন হলো
লাভ কি বলো তাতে?
দুর্নীতি তো আগের মতোই
আছে সকল খাতে।
মিছিল করো মিটিং করো
মুক্ত করো ভূমি,
আখেরাতে হবে বিচার
নিশ্চিত থাকো তুমি।
ওয়াহিদ জামান
বিচারপতির প্রধান যিনি
তিনিই তো দলকানা,
বিচার আবার কেমন হবে
সবার তা বেশ জানা।
নিজের দলের অপরাধী
মাফ পাবে সহজেই,
বিনা দোষে বিরোধীরা
ধুঁকে ধুঁকে মরবেই।
পুকুরচুরি করে মন্ত্রী
ধরা পড়বে শেষে,
খালাস পেয়ে মুক্ত হবে
আদালতে এসে।
ন্যায়বিচার যে সোনার হরিণ
কোথায় তুমি পাবে?
বিচারকরাই হত্যাকারী
কার কাছে আর যাবে?
বিচার বিভাগ স্বাধীন হলো
লাভ কি বলো তাতে?
দুর্নীতি তো আগের মতোই
আছে সকল খাতে।
মিছিল করো মিটিং করো
মুক্ত করো ভূমি,
আখেরাতে হবে বিচার
নিশ্চিত থাকো তুমি।