নাশকতার পুরস্কার
ওয়াহিদ জামান
নাশকতা ধরিয়ে দিন
লক্ষ টাকার পুরস্কার নিন
ধুম-ধামাকা অফার,
ওয়াহিদ জামান
নাশকতা ধরিয়ে দিন
লক্ষ টাকার পুরস্কার নিন
ধুম-ধামাকা অফার,
তোমরা যারা বেকার ছেলে
সুযোগটা নাও হেসে খেলে
সহজ একটা ব্যাপার।
যেই ধরাবে তোমায় পেলে
সেই ছাড়াবে জেলে গেলে
খরচা দেবে সরকার,
অর্ধেক টাকা তুমি পাবে
সকল অভাব ঘুচে যাবে
আর কিছু কি দরকার?
বিনামূল্যে থাকা-খাওয়া
উল্টো আরো টাকা পাওয়া
জেলেই মজা হবে,
বিনা পুঁজির ব্যবসা এটা
ঠকবে পাগলা সরকার বেটা
সোজা হবে তবে।
সুযোগটা নাও হেসে খেলে
সহজ একটা ব্যাপার।
যেই ধরাবে তোমায় পেলে
সেই ছাড়াবে জেলে গেলে
খরচা দেবে সরকার,
অর্ধেক টাকা তুমি পাবে
সকল অভাব ঘুচে যাবে
আর কিছু কি দরকার?
বিনামূল্যে থাকা-খাওয়া
উল্টো আরো টাকা পাওয়া
জেলেই মজা হবে,
বিনা পুঁজির ব্যবসা এটা
ঠকবে পাগলা সরকার বেটা
সোজা হবে তবে।