11 Jan 2015

ছড়া: ক্ষমতার বায়না

ক্ষমতার বায়না
ওয়াহিদ জামান


রাজনীতি না পেটনীতি
কিছুই বুঝা যায় না,
কথায় কাজে শুধুই যে
ক্ষমতারই বায়না।

বিরোধীদের অবরোধ
আরো থাকে হরতাল,
জনগণের নাই খবর
সবকিছু বেসামাল।

বিরোধী দল দমনে
জেল জুলুম হুলিয়া,
বাকরুদ্ধ গণমাধ্যম
লাজ শরম ভুলিয়া।

মিথ্যা কথার ফুলঝুরি
নেতা নেত্রীর মুখে,
এরাই নাকি কষ্ট পায়
জনগণের দুখে।

জেগে ওঠো জনতা
রুখতে হবে এবার,
দেশপ্রেমের শপথ নিয়ে
যুদ্ধ করো দুর্বার।