30 Jan 2015

ছড়া: বন্দুক যুদ্ধ

বন্দুক যুদ্ধ
ওয়াহিদ জামান


পাঁচ টাকা কেজি নুন
বিরোধী হলেই খুন
দু’টোই সমান সস্তা,

দেখা মাত্রই গুলি
উড়বে মাথার খুলি
ভাসবে লাশের বস্তা।

হত্যার লাইসেন্স পেয়ে
বাড়ি বাড়ি যেয়ে
আনছে তুলে মানুষ,

না দেখিয়ে আটক
করছে অস্ত্র নাটক
নিভায় জীবন ফানুস।

বন্দুক যুদ্ধের খেলা
চলছে রাত্রি বেলা
আতঙ্কে পুরো দেশ,

নেত্রীর বিষাক্ত মুখ
বুঝেনা কারো দুখ
মানবতা নিঃশেষ।

দেশের সবাই পাগল
কিংবা বোকা ছাগল
ভাবছে বুঝি তারা,

তাইতো এক ঘটনা
বারবার হয় রটনা
ভিন্ন ব্যক্তি দ্বারা।