12 Jan 2015

ছড়া: রঙ্গমঞ্চ

রঙ্গমঞ্চ
ওয়াহিদ জামান


স্বাধীন স্বাধীন ডাক পাড়ি,
সে এখন বাপের বাড়ি।
বাপতো গেছে কব্বরে,
মালিক করছে কন্যারে।

কন্যার মুখে এত্তো বিষ,
আইন শৃংখলা ডিসমিস।
নিরাপত্তায় বালুর ট্রাক,
খেকশিয়াল নেতার খ্যাক খ্যাক।

বুবুর সাথে চাচার মিল,
শয়তান দু’টো মারলো সিল।
চাচার এখন বয়স শেষ,
মামলা খেয়ে আছে বেশ।

মোনাফেকদের সমন্বয়,
আন্দোলনে পাচ্ছে ভয়।
ভাবীর মাথায় ফ্যাশন কেশ,
রঙ্গমঞ্চের বাংলাদেশ।