বিডিআর
ওয়াহিদ জামান
বিএসএফ সীমান্ত ঘেঁষে
গুলি চালায় বাংলাদেশে
হইনা তখন অবাক,
বিজিবি যখন বীর বেশে
মানুষ মারে নিজের দেশে
জাতি তখন নির্বাক।
বিজিবি তো দেশের ছেলে
বুলেট ছুড়বে শত্রু এলে
সীমান্ত নিরাপদ,
কেন তারা বর্ডার ছেড়ে
দেশের ভেতর আসছে তেড়ে
অশান্ত জনপদ।
ভারত সেতো আদি দুশমন
হতে পারে বিরাগভাজন
তাই বলে কি গুলি?
বিডিআর’রা থাকলে পরে
গ্রেনেড পড়তো তোদের ঘরে
উড়তো মাথার খুলি।
কোথায় হারালো বিডিআর
খুঁজে ফিরি তোমায় বারবার
দিতে হবে হুংকার,
ফেলানীরা যদি মরে
লাশ পৌঁছবে তোমার ঘরে
যুদ্ধ হবে দুর্বার।
ওয়াহিদ জামান
বিএসএফ সীমান্ত ঘেঁষে
গুলি চালায় বাংলাদেশে
হইনা তখন অবাক,
বিজিবি যখন বীর বেশে
মানুষ মারে নিজের দেশে
জাতি তখন নির্বাক।
বিজিবি তো দেশের ছেলে
বুলেট ছুড়বে শত্রু এলে
সীমান্ত নিরাপদ,
কেন তারা বর্ডার ছেড়ে
দেশের ভেতর আসছে তেড়ে
অশান্ত জনপদ।
ভারত সেতো আদি দুশমন
হতে পারে বিরাগভাজন
তাই বলে কি গুলি?
বিডিআর’রা থাকলে পরে
গ্রেনেড পড়তো তোদের ঘরে
উড়তো মাথার খুলি।
কোথায় হারালো বিডিআর
খুঁজে ফিরি তোমায় বারবার
দিতে হবে হুংকার,
ফেলানীরা যদি মরে
লাশ পৌঁছবে তোমার ঘরে
যুদ্ধ হবে দুর্বার।