14 Dec 2014

ছড়া: মার্জনা

মার্জনা
ওয়াহিদ জামান



জ্ঞানার্জন,
সবার আগে, করতে ভ্রান্তি বর্জন।

পরিষ্কার,
সকল সময়, নইলে যে বহিষ্কার।

সূক্ষ্মতা,
ভূষণ আমার, বাড়াতে দক্ষতা।

মিথ্যাচার,
নাইযে আপোষ, হোকনা বড় নেতার।

দূর্নীতি,
লড়বো একাই, নাই কোন মিনতি।

সাহায্য,
আল্লাহ আছেন, দিবেন আমায় ন্যায্য।

মার্জনা,
করো আমায়, একটুও ভুলোনা।