14 Dec 2014

ছড়া: পুরস্কার

পুরস্কার
ওয়াহিদ জামান


ভালো কাজের স্বীকৃতিতে
দেয় পুরস্কার,
মন্দ কাজের পরিণামে
হয় বহিষ্কার।

পুরস্কারে উৎসাহিত
হন গুণীজন,
তিরষ্কারে হবে তুমি
বিরাগভাজন।

ভালো কাজের মূল্যায়নে
করোনা ডর,
সফলতায় ভরবে তোমার
শুন্য ঐ ঘর।

পুরস্কারে রাসুল আমার
দিতেন জান্নাত,
এখন তিনি থাকলে পরে
হত বাজিমাত।