7 Feb 2015

ছড়া: দাজ্জাল বুড়ি

দাজ্জাল বুড়ি
ওয়াহিদ জামান


সবখানে দেখি শুধু রক্তের ঢেউ,
খেতে বসেছে কি ক্ষুধার্ত কেউ?


ক্ষুধা পেলে রাক্ষস ডাইনি বুড়ি,
মানুষের কাবাব খায় ঝুড়ি ঝুড়ি।


রক্তের জুসে নাকি অনেক মজা,
প্রতিরাতে চাই তার যুবক তাজা।


যেই সেই যুবকে চলে নাতো তার,
দাঁড়ি-টুপি-নামাজি চায় বারবার।


গলায় তার ঝুলানো মস্তক মালা,
সামনে সেই মগজের গরম থালা।


প্রতিদিন নাস্তায় কলিজা ভাজি,
আয়োজন করবে সরকারি কাজী।


হাড্ডির নেহারিতে সুখ টান দিয়ে,
হাত মুছে দেশের পতাকায় গিয়ে।


মানচিত্র আঁকা কার্পেটে বসে,
মানবতা ধ্বংসের হিসাব কষে।


চোখের জ্বলের ঐ বুরহানি খেয়ে,
শেষ করে জাতীয় সংগীত গেয়ে।


একচোখে দেখেনা দাজ্জাল বুড়ি,
আল্লাগো নামাও এই লাল-নীল ঘুড়ি।