14 Feb 2015

ছড়া: ফাগুন

ফাগুন
ওয়াহিদ জামান


আসছে ধরায় ফাগুন
জীর্ণতা সব ভাগুন
জ্বলবে রঙের আগুন
পুড়বে নষ্ট বাগুন
যতই আপনি রাগুন
তাই বলি সব জাগুন
উঠে পড়ে লাগুন
আসছে ফুলের ফাগুন।