ফাগুন
ওয়াহিদ জামান
আসছে ধরায় ফাগুন
জীর্ণতা সব ভাগুন
জ্বলবে রঙের আগুন
পুড়বে নষ্ট বাগুন
যতই আপনি রাগুন
তাই বলি সব জাগুন
উঠে পড়ে লাগুন
আসছে ফুলের ফাগুন।
ওয়াহিদ জামান
আসছে ধরায় ফাগুন
জীর্ণতা সব ভাগুন
জ্বলবে রঙের আগুন
পুড়বে নষ্ট বাগুন
যতই আপনি রাগুন
তাই বলি সব জাগুন
উঠে পড়ে লাগুন
আসছে ফুলের ফাগুন।