21 Feb 2015

ছড়া: ভাষা সৈনিক

ভাষা সৈনিক
ওয়াহিদ জামান


ভাষা সৈনিক
ঋণী দৈনিক
দিয়ে গেলে রাষ্ট্রভাষা,

ভাষার বড়াই
করে লড়াই
পেলাম শেষে মাতৃভাষা।

রক্ত ঝিলে
জীবন দিলে
উঁচু রাখলে বাংলা ভাষা,

সালাম-শফিক
বরকত-রফিক
তোমরাই মুক্তির আলো আশা।

যাদের জন্য
বাংলা ধন্য
তাদের তরে ভালোবাসা,

বই পড়াতে
সই করাতে
সবখানে চাই মায়ের ভাষা।