প্রেমিক বচন
ওয়াহিদ জামান
স্বৈরাচারী পিতা মাতার
নাইতো অধিকার,
যখন তখন নষ্ট করবে
প্রেমের স্বাধিকার।
ওয়াহিদ জামান
স্বৈরাচারী পিতা মাতার
নাইতো অধিকার,
যখন তখন নষ্ট করবে
প্রেমের স্বাধিকার।
প্রেম কে তোমরা ভাবছো বুঝি
নতুন আবিস্কার,
প্রেমতো ছিল আগে থেকেই
বিষয় পরিস্কার।
প্রেমের পথে আসবে বাধা
আসতে পারে ঝড়,
সহজ নয় উড়িয়ে দেয়া
নয়তো এটা খড়।
হৃদয় বন্ধন মজবুত থাকলে
নাইকো তাদের ভয়,
যুদ্ধ শেষে নিশ্চয় একদিন
হবে প্রেমের জয়।
এসব হলো প্রেমিক বচন
আসল কথা নয়,
প্রেমের সংসার সুখি হয়না
বিজ্ঞ জনে কয়।
নতুন আবিস্কার,
প্রেমতো ছিল আগে থেকেই
বিষয় পরিস্কার।
প্রেমের পথে আসবে বাধা
আসতে পারে ঝড়,
সহজ নয় উড়িয়ে দেয়া
নয়তো এটা খড়।
হৃদয় বন্ধন মজবুত থাকলে
নাইকো তাদের ভয়,
যুদ্ধ শেষে নিশ্চয় একদিন
হবে প্রেমের জয়।
এসব হলো প্রেমিক বচন
আসল কথা নয়,
প্রেমের সংসার সুখি হয়না
বিজ্ঞ জনে কয়।