মায়ের ভাষা
ওয়াহিদ জামান
মায়ের ভাষা
ভালোবাসা
এই ভাষাতেই কান্না হাসা।
ওয়াহিদ জামান
মায়ের ভাষা
ভালোবাসা
এই ভাষাতেই কান্না হাসা।
আমার ভাষা
বলছে চাষা
বাংলা আমার সবচে খাসা।
মনের আশা
স্বপ্ন ঠাসা
লিখতে পড়তে বাংলা ভাষা।
পরের ভাষা
সর্বনাশা
বাংলাকে চাই রাষ্ট্রভাষা।
বলছে চাষা
বাংলা আমার সবচে খাসা।
মনের আশা
স্বপ্ন ঠাসা
লিখতে পড়তে বাংলা ভাষা।
পরের ভাষা
সর্বনাশা
বাংলাকে চাই রাষ্ট্রভাষা।