10 Feb 2015

ছড়া: হলুদ খামে

হলুদ খামে
ওয়াহিদ জামান


হলুদ একটা খামে
চন্দ্র তারার দামে
ভালোবাসা পাঠাতে চাই জান পরাণের নামে।

সহজ একটা কামে
ভিজলো শরীর ঘামে
ভালোবাসি লিখতে গিয়েই কলম কেন থামে?

সুপার একটা গামে
জুড়বে ডানে-বামে
সেই আশা কি পূর্ণ হবে এইনা ধরাধামে?

জীবনের সব দামে
ভালোবাসার নামে
অবশেষে পাঠিয়ে দিলাম হলুদ সেই খামে।