ডরকারি
ওয়াহিদ জামান
রাজনীতি বিহীন সাহিত্য
আর নুন ছাড়া তরকারি,
দুটোই সমান স্বাদ বিহীন হয়
তাইতো এটা দরকারি।
কেউ লেখেন বিরোধী দলের
কেউবা সাজেন সরকারি,
কেউ নেশায় আর কেউবা পেশায়
নয়তো কেহই ডরকারি।
কেউতো লেখেন নিজের ইচ্ছায়
কেউবা অন্যের ভরকারি,
অর্থের মোহে পড়লে আবার
নষ্ট হয় সে ঘরকারি।
ওয়াহিদ জামান
রাজনীতি বিহীন সাহিত্য
আর নুন ছাড়া তরকারি,
দুটোই সমান স্বাদ বিহীন হয়
তাইতো এটা দরকারি।
কেউ লেখেন বিরোধী দলের
কেউবা সাজেন সরকারি,
কেউ নেশায় আর কেউবা পেশায়
নয়তো কেহই ডরকারি।
কেউতো লেখেন নিজের ইচ্ছায়
কেউবা অন্যের ভরকারি,
অর্থের মোহে পড়লে আবার
নষ্ট হয় সে ঘরকারি।