প্রেমের জগৎ
ওয়াহিদ জামান
ভালোবাসা এক জটিল রোগ
প্রেমিক যুগল রোগী,
টিন এজের পোলাপানেরা
ইহার ভুক্তভোগী।
ওয়াহিদ জামান
ভালোবাসা এক জটিল রোগ
প্রেমিক যুগল রোগী,
টিন এজের পোলাপানেরা
ইহার ভুক্তভোগী।
ভার্সিটিতে ছড়ায় এ রোগ
কলেজ থেকেই শুরু,
কেউবা রোগী স্কুল থেকেই
যারা প্রেমের গুরু।
মডার্ণ যুগে ছড়ায় আবার
ফেসবুক-টুইটার থেকে,
মোবাইল আরো সহজ তাই
গেছে তারা পেঁকে।
পার্কে পার্কে ঘুরে তারা
ডেটিং করার জন্য,
সিনেমা দেখতে হলে যায়
কিস করে হয় ধন্য।
চৌদ্দই ফেব্রুয়ারি তাদের
জাতীয় দিবস হয়,
এদিন তারা মনের সুখে
সারাদিন বাইরে রয়।
নিয়ত যদি শুদ্ধ থাকে
বিবাহ হয় শেষে,
নইলে তারা ঘুরে বেড়ায়
পাগলা দেবদাস বেশে।
এইতো হলো প্রেমের জগৎ
সবাই এর বাসিন্দা,
কেউ জড়িত সরাসরি
কারো শুধুই ধান্দা।
কলেজ থেকেই শুরু,
কেউবা রোগী স্কুল থেকেই
যারা প্রেমের গুরু।
মডার্ণ যুগে ছড়ায় আবার
ফেসবুক-টুইটার থেকে,
মোবাইল আরো সহজ তাই
গেছে তারা পেঁকে।
পার্কে পার্কে ঘুরে তারা
ডেটিং করার জন্য,
সিনেমা দেখতে হলে যায়
কিস করে হয় ধন্য।
চৌদ্দই ফেব্রুয়ারি তাদের
জাতীয় দিবস হয়,
এদিন তারা মনের সুখে
সারাদিন বাইরে রয়।
নিয়ত যদি শুদ্ধ থাকে
বিবাহ হয় শেষে,
নইলে তারা ঘুরে বেড়ায়
পাগলা দেবদাস বেশে।
এইতো হলো প্রেমের জগৎ
সবাই এর বাসিন্দা,
কেউ জড়িত সরাসরি
কারো শুধুই ধান্দা।