মা-বেটার যুদ্ধ
ওয়াহিদ জামান
মা যখন ডিজিটাল শুনলেই
পাচ্ছে ভীষণ ভয়,
নষ্ট পোলা তখন ক্যামনে
এসব কথা কয়।
ভাইবার বন্ধ, ট্যাংগো বন্ধ
বন্ধ হোয়াটস্ অ্যাপ,
ফেসবুকে নাকি থাকে তার
পতনের রোড ম্যাপ।
পোলা বলে- থ্রিজি’র পরে
আসবে ফোরজি নেট,
মা ভাবে- এটাই বুঝি সেই
আজরাইলের গেট।
দিন ফুরিয়ে যাচ্ছে মায়ের
চারদিক তার রুদ্ধ,
এমন সময় পোলা বাঁধায়
মা-বেটার যুদ্ধ।
ওয়াহিদ জামান
মা যখন ডিজিটাল শুনলেই
পাচ্ছে ভীষণ ভয়,
নষ্ট পোলা তখন ক্যামনে
এসব কথা কয়।
ভাইবার বন্ধ, ট্যাংগো বন্ধ
বন্ধ হোয়াটস্ অ্যাপ,
ফেসবুকে নাকি থাকে তার
পতনের রোড ম্যাপ।
পোলা বলে- থ্রিজি’র পরে
আসবে ফোরজি নেট,
মা ভাবে- এটাই বুঝি সেই
আজরাইলের গেট।
দিন ফুরিয়ে যাচ্ছে মায়ের
চারদিক তার রুদ্ধ,
এমন সময় পোলা বাঁধায়
মা-বেটার যুদ্ধ।