30 Jan 2015

ছড়া: বন্দুক যুদ্ধ

বন্দুক যুদ্ধ
ওয়াহিদ জামান


পাঁচ টাকা কেজি নুন
বিরোধী হলেই খুন
দু’টোই সমান সস্তা,

দেখা মাত্রই গুলি
উড়বে মাথার খুলি
ভাসবে লাশের বস্তা।

হত্যার লাইসেন্স পেয়ে
বাড়ি বাড়ি যেয়ে
আনছে তুলে মানুষ,

না দেখিয়ে আটক
করছে অস্ত্র নাটক
নিভায় জীবন ফানুস।

বন্দুক যুদ্ধের খেলা
চলছে রাত্রি বেলা
আতঙ্কে পুরো দেশ,

নেত্রীর বিষাক্ত মুখ
বুঝেনা কারো দুখ
মানবতা নিঃশেষ।

দেশের সবাই পাগল
কিংবা বোকা ছাগল
ভাবছে বুঝি তারা,

তাইতো এক ঘটনা
বারবার হয় রটনা
ভিন্ন ব্যক্তি দ্বারা।


22 Jan 2015

ছড়া: নাশকতার পুরস্কার

নাশকতার পুরস্কার
ওয়াহিদ জামান


নাশকতা ধরিয়ে দিন
লক্ষ টাকার পুরস্কার নিন
ধুম-ধামাকা অফার,


তোমরা যারা বেকার ছেলে
সুযোগটা নাও হেসে খেলে
সহজ একটা ব্যাপার।


যেই ধরাবে তোমায় পেলে
সেই ছাড়াবে জেলে গেলে
খরচা দেবে সরকার,


অর্ধেক টাকা তুমি পাবে
সকল অভাব ঘুচে যাবে
আর কিছু কি দরকার?


বিনামূল্যে থাকা-খাওয়া
উল্টো আরো টাকা পাওয়া
জেলেই মজা হবে,


বিনা পুঁজির ব্যবসা এটা
ঠকবে পাগলা সরকার বেটা
সোজা হবে তবে।

17 Jan 2015

ছড়া: বিডিআর

বিডিআর
ওয়াহিদ জামান


বিএসএফ সীমান্ত ঘেঁষে
গুলি চালায় বাংলাদেশে
হইনা তখন অবাক,

বিজিবি যখন বীর বেশে
মানুষ মারে নিজের দেশে
জাতি তখন নির্বাক।

বিজিবি তো দেশের ছেলে
বুলেট ছুড়বে শত্রু এলে
সীমান্ত নিরাপদ,

কেন তারা বর্ডার ছেড়ে
দেশের ভেতর আসছে তেড়ে
অশান্ত জনপদ।

ভারত সেতো আদি দুশমন
হতে পারে বিরাগভাজন
তাই বলে কি গুলি?

বিডিআর’রা থাকলে পরে
গ্রেনেড পড়তো তোদের ঘরে
উড়তো মাথার খুলি।

কোথায় হারালো বিডিআর
খুঁজে ফিরি তোমায় বারবার
দিতে হবে হুংকার,

ফেলানীরা যদি মরে
লাশ পৌঁছবে তোমার ঘরে
যুদ্ধ হবে দুর্বার।

13 Jan 2015

ছড়া: বিচার

বিচার
ওয়াহিদ জামান


বিচারপতির প্রধান যিনি
তিনিই তো দলকানা,
বিচার আবার কেমন হবে
সবার তা বেশ জানা।

নিজের দলের অপরাধী
মাফ পাবে সহজেই,
বিনা দোষে বিরোধীরা
ধুঁকে ধুঁকে মরবেই।

পুকুরচুরি করে মন্ত্রী
ধরা পড়বে শেষে,
খালাস পেয়ে মুক্ত হবে
আদালতে এসে।

ন্যায়বিচার যে সোনার হরিণ
কোথায় তুমি পাবে?
বিচারকরাই হত্যাকারী
কার কাছে আর যাবে?

বিচার বিভাগ স্বাধীন হলো
লাভ কি বলো তাতে?
দুর্নীতি তো আগের মতোই
আছে সকল খাতে।

মিছিল করো মিটিং করো
মুক্ত করো ভূমি,
আখেরাতে হবে বিচার
নিশ্চিত থাকো তুমি।

12 Jan 2015

ছড়া: রঙ্গমঞ্চ

রঙ্গমঞ্চ
ওয়াহিদ জামান


স্বাধীন স্বাধীন ডাক পাড়ি,
সে এখন বাপের বাড়ি।
বাপতো গেছে কব্বরে,
মালিক করছে কন্যারে।

কন্যার মুখে এত্তো বিষ,
আইন শৃংখলা ডিসমিস।
নিরাপত্তায় বালুর ট্রাক,
খেকশিয়াল নেতার খ্যাক খ্যাক।

বুবুর সাথে চাচার মিল,
শয়তান দু’টো মারলো সিল।
চাচার এখন বয়স শেষ,
মামলা খেয়ে আছে বেশ।

মোনাফেকদের সমন্বয়,
আন্দোলনে পাচ্ছে ভয়।
ভাবীর মাথায় ফ্যাশন কেশ,
রঙ্গমঞ্চের বাংলাদেশ।

11 Jan 2015

ছড়া: ক্ষমতার বায়না

ক্ষমতার বায়না
ওয়াহিদ জামান


রাজনীতি না পেটনীতি
কিছুই বুঝা যায় না,
কথায় কাজে শুধুই যে
ক্ষমতারই বায়না।

বিরোধীদের অবরোধ
আরো থাকে হরতাল,
জনগণের নাই খবর
সবকিছু বেসামাল।

বিরোধী দল দমনে
জেল জুলুম হুলিয়া,
বাকরুদ্ধ গণমাধ্যম
লাজ শরম ভুলিয়া।

মিথ্যা কথার ফুলঝুরি
নেতা নেত্রীর মুখে,
এরাই নাকি কষ্ট পায়
জনগণের দুখে।

জেগে ওঠো জনতা
রুখতে হবে এবার,
দেশপ্রেমের শপথ নিয়ে
যুদ্ধ করো দুর্বার।

8 Jan 2015

ছড়া: পপুলেশন সায়েন্স

পপুলেশন সায়েন্স
ওয়াহিদ জামান


জনসংখ্যা বা জনগণ
ইংরেজিতে পপুলেশন
সরকার করে গণন,

সায়েন্স বলতে বিজ্ঞান বুঝায়
তত্ত্ব তার ব্যাবহারিক চায়
গড়তে জাতির মনন।

এণ্ড ব্যবহার যুক্ত করতে
এবং অর্থে পড়তে লিখতে
যুক্ত আমরা সবাই,

হিউম্যান বলতে বুঝবে মানুষ
থাকবে তাদের মান এবং হুশ
কোন ভেদাভেদ নাই।

সম্পদ অর্থে রিসোর্স আসে
থাকে সেটা মানব পাশে
মানুষ প্রধান সম্পদ,

ডেভেলপমেন্টের একটাই পণ
মানব সম্পদের উন্নয়ন
সমৃদ্ধ জনপদ।


7 Jan 2015

ছড়া: ফেলানী

ফেলানী
ওয়াহিদ জামান


ফেলানীরে ফেলানী
আমরা তোমায় ভুলিনি
বিচার একদিন হবে,

কাঁটাতারে ঝুলছে দেশ
নির্যাতনের নাইকো শেষ
তিমির কাটবে কবে?

সীমান্তের বাড়াবাড়ি
জল নিয়ে কাড়াকাড়ি
আর কতো ছলনা,

মাদকের ছড়াছড়ি
মরনাস্ত্রের নাই জুড়ি
বন্ধ কি হবে না?

ছিটমহল বিনিময়ে
পাশের মানচিত্র জয়ে
পটু অনেক দাদা,

পাবে না ক্ষমা তুমি
মুক্ত হবেই এই ভূমি
মরবি হারামজাদা।

4 Jan 2015

ছড়া: রুদ্ধ দেশের মাটি

রুদ্ধ দেশের মাটি
ওয়াহিদ জামান

ক্ষমতার মালিক জনগণ
সভা-সমাবেশ প্রতিক্ষণ
কই সে গণতন্ত্র?

ক্ষমতার মোহে একজনা
সভা-সমাবেশ চলবেনা
সরকার দলের মন্ত্র।

কেউবা রোগী হাসপাতালের
কেউ বাসিন্দা গহীন জেলের
বদ্ধ বিরোধী দল,

মুখে মুখে মানবতা
এটাই নাকি স্বাধীনতা
সরকারের আজব ছল।

দেশ বড় না তুমি বড়
কিসের আশায় জীবন গড়ো
রুদ্ধ দেশের মাটি,

স্বৈরাচারকে খতম করে
আসবে ফিরে আপন ঘরে
তবেই তুমি খাঁটি।