27 Dec 2014

ছড়া: পুলিশনামা

পুলিশনামা
ওয়াহিদ জামান

পুলিশ, পুলিশ, হায়রে পুলিশ,
কিসের চাপে নীতি ভুলিস?
মুুখে মুখে সেবার বুলি,
হুজুর দেখলেই অমনি গুলি।
ডাকাতি আর চাঁদাবাজি,
অর্থের মোহে সবিই রাজি।
ছিনতাই, চুরি, মেয়ে ধর্ষণ,
মিছিল হলেই বোমা বর্ষণ।
মামলার হাটে পুলিশ রিমাণ্ড,
নির্যাতন ও ঘুষের ডিমাণ্ড।
বিরোধী দমনে খুন-গুম,
সরকারের ইচ্ছায় লাশের ধুম।
বুটের নিচে মানবতা,
থমকে গেছে স্বাধীনতা।
দূর্নীতিতে পুলিশ সেরা,
দেশ বাঁচাতে ওদের ফেরা।

15 Dec 2014

ছড়া: ভুল ও ক্ষমা

ভুল ও ক্ষমা
ওয়াহিদ জামান


ভুল করে শয়তানে
ক্ষমা নাহি চায়,
যুক্তি দেখিয়ে সে
মহা শাস্তি পায়।

মানুষের ভুল হলে
ক্ষমার কথা কয়,
যুক্তি দিলে পরে
শয়তান হতে হয়।

আমার ভুলের দেখি
নাহি সীমানা,
ক্ষমা চাই বারে-বার
তবু থামে না।

ক্ষমাশীল আল্লাহগো
মাফ করো আমায়,
দেখিয়ে দিও ভয়
খারাপের বেলায়।

14 Dec 2014

ছড়া: পুরস্কার

পুরস্কার
ওয়াহিদ জামান


ভালো কাজের স্বীকৃতিতে
দেয় পুরস্কার,
মন্দ কাজের পরিণামে
হয় বহিষ্কার।

পুরস্কারে উৎসাহিত
হন গুণীজন,
তিরষ্কারে হবে তুমি
বিরাগভাজন।

ভালো কাজের মূল্যায়নে
করোনা ডর,
সফলতায় ভরবে তোমার
শুন্য ঐ ঘর।

পুরস্কারে রাসুল আমার
দিতেন জান্নাত,
এখন তিনি থাকলে পরে
হত বাজিমাত।

ছড়া: মার্জনা

মার্জনা
ওয়াহিদ জামান



জ্ঞানার্জন,
সবার আগে, করতে ভ্রান্তি বর্জন।

পরিষ্কার,
সকল সময়, নইলে যে বহিষ্কার।

সূক্ষ্মতা,
ভূষণ আমার, বাড়াতে দক্ষতা।

মিথ্যাচার,
নাইযে আপোষ, হোকনা বড় নেতার।

দূর্নীতি,
লড়বো একাই, নাই কোন মিনতি।

সাহায্য,
আল্লাহ আছেন, দিবেন আমায় ন্যায্য।

মার্জনা,
করো আমায়, একটুও ভুলোনা।

11 Dec 2014

ছড়া: ছয় ঋতু

ছয় ঋতু
ওয়াহিদ জামান


দু’মাস পর পর ঋতু বদলায়,
তাইতো ছয় ঋতু এই বাংলায়।
বৈশাখ জৈষ্ঠ্যে গ্রীষ্ম আসে,
কাঠফাটা রোদ চারিপাশে।
আষাঢ় শ্রাবণ বর্ষা দিনে,
টাপুর টুপুর চালের টিনে।
ভাদ্র আশ্বিন শরৎ কালে,
সাদা মেঘ আর কাশফুল দোলে।
কার্তিক অঘ্রাণ মাস এলে তাই,
হেমন্ত ধানে নাই ঠাঁই নাই।
পৌষ মাঘ শীতকাল ঠাণ্ডায় ভরা,
ধরা তখন জ্বরা-মরা।
ফাল্গুন চৈত্রে হয় বসন্ত,
সবুজ ভরা দিক দিগন্ত।
মুগ্ধতার যে নাই কোন শেষ,
হরেক রূপের এই বাংলাদেশ।

হ্যাঁ বন্ধু এবং হায়রে বন্ধু



হ্যাঁ বন্ধু এবং হায়রে বন্ধু

যারা বন্ধুর উপকারে নিজেদের স্বার্থকে জলাঞ্জলী দিয়েও সন্তুষ্ট থাকে তাদের কে বলতে হয, হ্যাঁ বন্ধু তোমরা বিজয়ী হয়েছ আরো অনেক বিজয় অপেক্ষা করছে তোমাদের জন্য তোমাদের মানষিকতা তোমাদের পৌঁছে দিবে সাফল্যের স্বর্ণশিখরে অপরের উপকারে মানষিক যে তৃপ্তি......... তা লিখে শেষ করা যাবেনা কোন দিন অনুভব করছো তো?
আর যারা বন্ধুর বিপদেও নিজেদের সামান্য স্বার্থকে বিসর্জন দিতে পারোনি তাদের কে বলতে হয়, হায়রে বন্ধু এমন তো হওয়ার কথা ছিল না তোমাদের বিপদে কী কোন বন্ধু এগিয়ে আসেনি? হয়তো বলবেআমি কোনদিন বিপদে- পড়িনি তবে সামনে বিপদ যে আসবে না, সে গ্যারান্টি কী দিতে পারবে? যাক সে কথা তারপরও বলবো ফিরে আসো বন্ধু আগের মতো করে অশ্রু টলমল আখি আর এক চিলতে হাসিতে বরণ করে নিব তোমায়

9 Dec 2014

ছড়া: মুনাফেকী

মুনাফেকী
ওয়াহিদ জামান


সরল ভাবে মিথ্যা বলে
সাধু সাজার ভান,
মুনাফেকীর লক্ষণ এটা
কপটতার টান।

ওয়াদা করে যখন তখন
কথার অনেক দাম,
মুনাফেকী থাকলে পরে
ভঙ্গ করাই কাম।

আমানতে মুনাফেকী
খেয়ানত করে,
অবশেষে অপমানে
শাস্তিতে মরে।


বাহিরেতে আল্লাহ আল্লাহ
মন হরে হরে,
মুনাফেক-এ ভরেছে দেশ
শান্তি নাই ঘরে।

30 Nov 2014

ছড়া: শীতকাল

শীতকাল
ওয়াহিদ জামান


কুয়াশার চাদরে ঢেকে যায় ভোর,
চোখ থেকে কাটেনা ঘুমেরই ঘোর।
ঘাসের ডগায় থাকে শিশিরের দল,
কচুর পাতায় দেখ পানি টলমল।
মিষ্টি মিষ্টি রোদে সূর্যের উঁকি,
দাদার সাথে ঐ খোকা আর খুকি।
আলসেমি ভর করে পুকুরপাড়ে,
আগে ডুব দিয়ে কেউ জাড়টা ঝাড়ে।
সন্ধ্যায় বাড়ি বাড়ি হরেক পিঠা,
মায়ের হাতে তৈরি, কতই মিঠা!
গাছগুলো হয়ে যায় উদোম ন্যাড়া,
অতিথি পাখিরা জাগায় পাড়া।
সবজিতে ভরে ঐ ফসলের মাঠ,
এই হলো শীতকালের রূপেরই পাঠ।

14 Nov 2014

ছড়া: দেশপ্রেম

দেশপ্রেম
ওয়াহিদ জামান

দেশকে ভালোবাসি সবাই
সত্যি ভালোবাসি,
দেশের মানুষ থাকুক সুখে
ফুটুক মুখে হাসি।

দেশের প্রতি ভালোবাসা
ঈমানেরই অঙ্গ,
তাইতো আমি চাইযে সদা
দেশপ্রেমিক সঙ্গ।

দেশের মাটি দেশের বাতাস
দেশের আলোতে,
ভালোবাসা অব্যাহত
আপন গতিতে।

দেশের তরে দিতে পারি
জীবন বিলিয়ে,
দেশপ্রেমটা আমার মনে
আছে ছড়িয়ে।

12 Nov 2014

চাই- শাহাদাত

ভালোবাসা
অনেক ভালোবাসা
অকৃত্রিম ভালোবাসা
অফুরন্ত ভালোবাসা
ধন্যবাদ সবাইকে সকাল থেকে অনেকেই ফোন দিয়েছেন কেউ কেউ তো ফোন দিয়ে কেঁদে ফেলেছেন কারো হাত-পা কেঁপে উঠেছে, কারোবা অন্তর আর কেউ কেউ তো রাগে ইচ্ছে মতো গালি দিয়েছে গালিগুলো দেখে অনেক আগের একটা ঘটনা মনে পড়ছে ২০০৬ কিংবা ২০০৭, বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট খেলা আমরা পাশের এক বাসায় টিভিতে খেলা দেখতে গেছি সবাই বাংলাদেশের সাপোর্টার একজন ছাড়া সুতরাং তার উপর ক্ষেপে আছে সবাই এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম- তুই ক্যান পাকিস্তান সাপোর্ট করলি? সে অভিমানের সুরে জানালো- বাংলাদেশকে সাপোর্ট করলে তো বাংলাদেশ জিতেনা, তাই পাকিস্তানকে সাপোর্ট করছি যাতে বাংলাদেশ জিতে তখন বুঝলাম- তার ভালোবাসা আমাদের মতো সস্তা না সে শুধু ভালোবাসে না, জিতানোর জন্য চিন্তাও করেআজকের এই গালিগুলো তেমনি ভালোবাসাপূর্ণ। আরেক বার ধন্যবাদ তাদের জন্য। আগে বুঝিনি এত মানুষ আমাকে ভালোবাসে, তাও এতটা?
সে যাইহোক, মরতে কিন্তু হবেই। হয় আজ না হয় কাল। হয়তো একসিডেন্টে নয়তো রোগেভূগে, কিংবা বয়সের ভারে নূয়ে নূয়ে। কিন্তু আমি এ ধরণের কোন মৃত্যু চাই না। চাই- শাহাদাত। তবে জান্নাতের লোভে বা সওয়াবের ধান্দায় নয়, আল্লাহকে ভালোবেসে। দোয়া করবেন সবাই।

10 Nov 2014

ছড়া: কালাম ভাই

কালাম ভাই
ওয়াহিদ জামান


এক পা আগে থাকে এক পা পরে,
হাটুটা ভাঁজ করে রুকুটা সারে।
ছোট-বড় মিশিয়ে কেরাতটা ধরে,
স্বাভাবিকের চেয়ে একটুখানি জোরে।
রাত তার যায় কেটে স্টাডি রুমে,
সকালটা পার করে শুধু ঘুমে ঘুমে।
আমায় পেলে দেখায় সিংহের সাহস,
অন্যকে বলে না কিছু হয় যদি নাখোশ।
তোমরা কি জানতে চাও কে সেই জন,
কালাম ভাই বলে ডাকে আমায় এই মন।

ছড়া: বিজয় একাত্তর

বিজয় একাত্তর
ওয়াহিদ জামান


অস্ত্র রেখে জনে জনে
পাকসেনাদের সমর্পণে
ষোলই ডিসেম্বর প্রহরে
বিজয় এলো একাত্তরে।

আকাশ জুড়ে বিজয় নিশান
কুলি, মজুর কিংবা কিষাণ
মিছিল করে মুক্তিসেনা
জীবন দিয়ে দেশটা কেনা
লাখ শহীদের রক্তক্ষয়ে
আমরা এলাম স্বাধীন হয়ে।

সেই বিজয়কে স্মরণ করে
স্মৃতিসৌধ ফুলে ভরে।

26 Sept 2014

ছড়া: বর্ষা


বর্ষা
ওয়াহিদ জামান

বর্ষা, বর্ষা, বর্ষা,
আকাশ নয়তো ফর্সা
ঘন কালো মেঘে আকাশ,
এলোমেলো বয় ঠান্ডা বাতাস
বিদ্যুৎ চমক আর বজ্রের হুংকার,
মানব মনে হয় ভীতির সঞ্চার

বর্ষা, বর্ষা, বর্ষা,
নেমে পড়ে হরষা
খাল-বিল, মাঠ-ঘাটে পানির মেলা,
সূর্য যেন আজ করছে হেলা
রাস্তা ঘাট পিচ্ছিল কর্দমাক্ত,
সে বলছেআমি শক্তের ভক্ত

বর্ষা, বর্ষা, বর্ষা,
কৃষক মনের ভরসা
সারাদিন সবে করছে রোপন,
আউস, বোরো আর নতুন আমন
দুচোখে দেখি সবুজপাতা,
পেয়েছে ফিরে সজীবতা