12 Nov 2014

চাই- শাহাদাত

ভালোবাসা
অনেক ভালোবাসা
অকৃত্রিম ভালোবাসা
অফুরন্ত ভালোবাসা
ধন্যবাদ সবাইকে সকাল থেকে অনেকেই ফোন দিয়েছেন কেউ কেউ তো ফোন দিয়ে কেঁদে ফেলেছেন কারো হাত-পা কেঁপে উঠেছে, কারোবা অন্তর আর কেউ কেউ তো রাগে ইচ্ছে মতো গালি দিয়েছে গালিগুলো দেখে অনেক আগের একটা ঘটনা মনে পড়ছে ২০০৬ কিংবা ২০০৭, বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট খেলা আমরা পাশের এক বাসায় টিভিতে খেলা দেখতে গেছি সবাই বাংলাদেশের সাপোর্টার একজন ছাড়া সুতরাং তার উপর ক্ষেপে আছে সবাই এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম- তুই ক্যান পাকিস্তান সাপোর্ট করলি? সে অভিমানের সুরে জানালো- বাংলাদেশকে সাপোর্ট করলে তো বাংলাদেশ জিতেনা, তাই পাকিস্তানকে সাপোর্ট করছি যাতে বাংলাদেশ জিতে তখন বুঝলাম- তার ভালোবাসা আমাদের মতো সস্তা না সে শুধু ভালোবাসে না, জিতানোর জন্য চিন্তাও করেআজকের এই গালিগুলো তেমনি ভালোবাসাপূর্ণ। আরেক বার ধন্যবাদ তাদের জন্য। আগে বুঝিনি এত মানুষ আমাকে ভালোবাসে, তাও এতটা?
সে যাইহোক, মরতে কিন্তু হবেই। হয় আজ না হয় কাল। হয়তো একসিডেন্টে নয়তো রোগেভূগে, কিংবা বয়সের ভারে নূয়ে নূয়ে। কিন্তু আমি এ ধরণের কোন মৃত্যু চাই না। চাই- শাহাদাত। তবে জান্নাতের লোভে বা সওয়াবের ধান্দায় নয়, আল্লাহকে ভালোবেসে। দোয়া করবেন সবাই।