10 Nov 2014

ছড়া: বিজয় একাত্তর

বিজয় একাত্তর
ওয়াহিদ জামান


অস্ত্র রেখে জনে জনে
পাকসেনাদের সমর্পণে
ষোলই ডিসেম্বর প্রহরে
বিজয় এলো একাত্তরে।

আকাশ জুড়ে বিজয় নিশান
কুলি, মজুর কিংবা কিষাণ
মিছিল করে মুক্তিসেনা
জীবন দিয়ে দেশটা কেনা
লাখ শহীদের রক্তক্ষয়ে
আমরা এলাম স্বাধীন হয়ে।

সেই বিজয়কে স্মরণ করে
স্মৃতিসৌধ ফুলে ভরে।