26 Sept 2014

ছড়া: বর্ষা


বর্ষা
ওয়াহিদ জামান

বর্ষা, বর্ষা, বর্ষা,
আকাশ নয়তো ফর্সা
ঘন কালো মেঘে আকাশ,
এলোমেলো বয় ঠান্ডা বাতাস
বিদ্যুৎ চমক আর বজ্রের হুংকার,
মানব মনে হয় ভীতির সঞ্চার

বর্ষা, বর্ষা, বর্ষা,
নেমে পড়ে হরষা
খাল-বিল, মাঠ-ঘাটে পানির মেলা,
সূর্য যেন আজ করছে হেলা
রাস্তা ঘাট পিচ্ছিল কর্দমাক্ত,
সে বলছেআমি শক্তের ভক্ত

বর্ষা, বর্ষা, বর্ষা,
কৃষক মনের ভরসা
সারাদিন সবে করছে রোপন,
আউস, বোরো আর নতুন আমন
দুচোখে দেখি সবুজপাতা,
পেয়েছে ফিরে সজীবতা