মাহফুজ আখন্দ
ওয়াহিদ জামান
(উৎসর্গ- ড. মাহফুজুর রহমান আখন্দ স্যারকে)
দুহাজার আট সাল রঙ্গিন বিকেল
বিকল্প রাকসুতে সোনালী নিকেল
শিল্পীর সমাবেশে গাইলেন তিনি
সেদিনই তাঁকে আমি নতুন চিনি
সাজুগুজু আঁকিবুকি রংতুলি রঙ্গন
গড়েছেন সযতনে চারুকারু অঙ্গন
ছন্দের জাদুকর অনুপম কবি
প্রবন্ধে এঁকে যান বাস্তব ছবি
ইতিহাস লিখনে গবেষক যিনি
রকমারী গান সুরে গীতিকার তিনি
ফিচার কলাম লেখা নয় মোটে অল্প
লিখেছেন মজাদার শিশুতোষ গল্প
তাঁর মন খুঁজে পায় সাহিত্যে আনন্দ
সকলের প্রিয় তিনি মাহফুজ আখন্দ।
ওয়াহিদ জামান
(উৎসর্গ- ড. মাহফুজুর রহমান আখন্দ স্যারকে)
দুহাজার আট সাল রঙ্গিন বিকেল
বিকল্প রাকসুতে সোনালী নিকেল
শিল্পীর সমাবেশে গাইলেন তিনি
সেদিনই তাঁকে আমি নতুন চিনি
সাজুগুজু আঁকিবুকি রংতুলি রঙ্গন
গড়েছেন সযতনে চারুকারু অঙ্গন
ছন্দের জাদুকর অনুপম কবি
প্রবন্ধে এঁকে যান বাস্তব ছবি
ইতিহাস লিখনে গবেষক যিনি
রকমারী গান সুরে গীতিকার তিনি
ফিচার কলাম লেখা নয় মোটে অল্প
লিখেছেন মজাদার শিশুতোষ গল্প
তাঁর মন খুঁজে পায় সাহিত্যে আনন্দ
সকলের প্রিয় তিনি মাহফুজ আখন্দ।