ঈদ আসেতো সবার তরে
ওয়াহিদ জামান
রমজান শেষে ঈদুল ফিতর,
আনন্দ ধারা মনের ভিতর।
নতুন জামা, নতুন জুতা,
মনে আছে কি দুঃখীর কথা?
দালান থেকে, বস্তি হতে,
যায় দেখ সব ঈদ জামাতে।
ধনী-গরীব এক কাতারে,
নাই ভেদাভেদ আমীর ফকিরে।
দুঃখীও যেন হাসতে পারে,
ঈদ আসেতো সবার তরে।
ওয়াহিদ জামান
রমজান শেষে ঈদুল ফিতর,
আনন্দ ধারা মনের ভিতর।
নতুন জামা, নতুন জুতা,
মনে আছে কি দুঃখীর কথা?
দালান থেকে, বস্তি হতে,
যায় দেখ সব ঈদ জামাতে।
ধনী-গরীব এক কাতারে,
নাই ভেদাভেদ আমীর ফকিরে।
দুঃখীও যেন হাসতে পারে,
ঈদ আসেতো সবার তরে।