21 Sept 2014

ছড়া: ষোলই ডিসেম্বর

ষোলই ডিসেম্বর 
ওয়াহিদ জামান
 
মুক্তিসেনা        পণ ভাঙ্গে না
আনবে বিজয় তারা,
ভোর বিহনে         রণাঙ্গনে
রুখবে তাদের কারা?

আসছে দামাল    করছে সামাল
দেখবি তোরা আয়,
টগবগিয়ে      ঝনঝনিয়ে
সামনে তারা যায়।

জাগছে প্রবীণ     আসছে নবীন
হাঁকিয়ে তাদের রথ,
পাক সেনারা       আর পাবিনা
পালিয়ে যাবার পথ।

এই শপথে       মরবে পথে
ফিরবে নাতো ঘরে,
অবশেষে      বিজয় আসে
ষোলই ডিসেম্বরে।