20 Sept 2014

ছড়া: ফিলিস্তিনি শিশু

ফিলিস্তিনি  শিশু
ওয়াহিদ জামান

একটাই আমার ইস্যু
ফিলিস্তিনি শিশু
মরবে কেন ভাই?

অপরাধী কেউ
করছে যে ঘেউ ঘেউ
এর কি বিচার নাই?

মুসলিম বলে হেই
অপরাধতো নেই
জন্ম এখানেই,

মোড়ল মোড়ল ভাব
যেন এক কালসাপ
মারছে সকলকেই।

মুসলিম নেতা যারা
চুপ করে কেন তোরা
নাই কি করার কিছু?

ঈমান যদি থাকে
বিদায় বলো মাকে
ফিরবে না আর পিছু।