10 Nov 2014

ছড়া: কালাম ভাই

কালাম ভাই
ওয়াহিদ জামান


এক পা আগে থাকে এক পা পরে,
হাটুটা ভাঁজ করে রুকুটা সারে।
ছোট-বড় মিশিয়ে কেরাতটা ধরে,
স্বাভাবিকের চেয়ে একটুখানি জোরে।
রাত তার যায় কেটে স্টাডি রুমে,
সকালটা পার করে শুধু ঘুমে ঘুমে।
আমায় পেলে দেখায় সিংহের সাহস,
অন্যকে বলে না কিছু হয় যদি নাখোশ।
তোমরা কি জানতে চাও কে সেই জন,
কালাম ভাই বলে ডাকে আমায় এই মন।