হৃদয়ের কান্না
ওয়াহিদ জামান
হৃদয়ের কান্না দেখে না কেহ
বোঝে না মন তা, বোঝে না দেহ।।
হাজার গুনাহ’র কাজ করি আমি প্রতিদিন
দিনে দিনে বেড়ে যায় প্রতিশ্রুতির ঋণ।।
ফেরে না মন তবু, কাটেনা মোহ...
বোঝে না কেহ... ঐ
এক ভুল বারবার রয়েছে জারি
ফিরতে চেয়েও ফিরতে না পারি।।
তবুও তোমার কাছে তুলেছি হাত
কবুল করো প্রভু আমার ফরিয়াদ।।
ক্ষমা কর আমায় (২), করোনা দ্রোহ... ঐ
আ হাহা হা হা, লা লালা লা
লা লালা লা লা, আ হাহা হা
ফিরতে চেয়েও ফিরতে না পারি।।
তবুও তোমার কাছে তুলেছি হাত
কবুল করো প্রভু আমার ফরিয়াদ।।
ক্ষমা কর আমায় (২), করোনা দ্রোহ... ঐ
আ হাহা হা হা, লা লালা লা
লা লালা লা লা, আ হাহা হা