16 Jul 2018

ছড়া : ভোর দেখা


ভোর দেখা
ওয়াহিদ জামান


সকাল সকাল দোর খুলে রই
ভোর দেখার‌ই জন্য
মিষ্টি বাতাস ছুঁয়ে বলে
তোর দেখে হই ধন্য।


আমি বলি দুষ্টু সকাল
এত রূপ পেলি কই
পাখপাখালি মাতে কেন
কীসের এত হইচই?

লাজুক হেসে বলে সে
রূপের আবার দেখছো কী
এই নাও ফুল শাদা ফকফক
সুবাস তুমি পাচ্ছো কি?

বিহান বেলার সিক্ত ঘাসে
রিক্ত পায়ের ঘর্ষণে
লজ্জাবতী নুয়ে পড়ে
এসব দৃশ্য দর্শনে।

আমি তখন থির নয়নে
মুগ্ধ তার‌ই বন্দনায়
প্রতি সকাল জেগেই কাটুক
এ তো মোটেই মন্দ নয়।