
রক্তপিয়াসি
ওয়াহিদ জামান
যারা রক্তপিয়াসি, তাদের পিয়াসতো আর
কথায় মেটে না রে পাগলা।
রক্ত তাদের চাই-ই-চাই, সে যেভাবেই হোক।
ওরা বংশপরম্পরায় রক্ত খেয়ে জীবন ধারণ করেছে
বেড়ে উঠেছে হিংস্রতা নিয়েই।
কথায় মেটে না রে পাগলা।
রক্ত তাদের চাই-ই-চাই, সে যেভাবেই হোক।
ওরা বংশপরম্পরায় রক্ত খেয়ে জীবন ধারণ করেছে
বেড়ে উঠেছে হিংস্রতা নিয়েই।
রক্তের নেশা যখন ওঠে তখন?
ঠিক তখন ওরা মাতাল হয়ে যায়
সামনে যারে পায় তারে ধরে
যারে পায় তারে মারে, তারে খায়।
ঠিক তখন ওরা মাতাল হয়ে যায়
সামনে যারে পায় তারে ধরে
যারে পায় তারে মারে, তারে খায়।
তবে ওদের রুচি আছে
গরু ছাগলের রক্ত ওরা খায় না
মানুষের রক্ত খায়! তাজা মানুষের রক্ত!
প্রতিদিন সকাল সন্ধ্যা হন্যে হয়ে খোঁজে
পথে পথে ঘুরে শিকার পেলেই
কোপ দেয় চোখ বুজে।
তবে সব দিন তো আর বাইরে শিকার পাওয়া যায় না।
সেদিন?
সেদিন নিজের ঘরেই চলে কোপাকুপি
ফিনকি দিয়ে ওঠে রক্ত, তাতেই মাখামাখি
যারে বলে রক্তের হোলি খেলা!
এ খেলায় তারাই পারদর্শী
হ্যাঁ, শুধু তারাই
তাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই
ছোটখাটো আর যারা ছিল?
তারাও এখন একসাথে
গলায় গলায় দোস্তি তাদের।
মাঝেমধ্যেই তাদের উৎসব হয়
রক্ত খাওয়ার উৎসব!
সে উৎসবে তাদের মা-ও থাকে।
সবাই গ্লাসে গ্লাসে রক্ত পান করে
একমাত্র তাদের মা ছাড়া
সে খায় বালতিতে করে
জুস খাওয়া পাইপ লাগিয়ে
চোচো শব্দে।
মৌমাছির যেমন রানিই সব
তাদেরও তেমন মা-ই সব।
সে এক ডাইনি বুড়ি, মাদার অব কিলার
জাস্ট মাদার অব কিলার।