16 Jul 2018

গান : কুরবানী

কুরবানী
ওয়াহিদ জামান
সুর : রবিউল ইসলাম ফয়সল
পরিবেশনা : প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ

আত্নত্যাগের দীক্ষা নিয়ে এলো যে আযহা,
কুরবানী দে ভুলে গিয়ে সকল অনীহা।।


কুরবানীতো ইব্রাহিমের পরীক্ষার ফসল,
কুরবানী দে হতে চাইলে মুমিন জীবনে সফল।।
ইসমাইলের সাহস নিয়ে যা এগিয়ে যা
কুরবানী দে ভুলে গিয়ে সকল অনীহা... ঐ

যায় না রক্ত যায় না গোশত আল্লাহ তা’লার কাছে,
তিনি দেখেন কতটুকু তাক্বওয়া মনে আছে।।

কুরবানীতে আছেরে ভাই খোদায়ী সন্তোষ,
কুরবানী দে বিধান মতো করিস নারে দোষ।।
এই পরীক্ষায় সফল হলে পাবে যে নাজাহ
কুরবানী দে ভুলে গিয়ে সকল অনীহা... ঐ