16 Jul 2018

কবিতা : সফলতার দোর



সফলতার দোর
ওয়াহিদ জামান


সময় যখন দৌড়ে চলে আমি তখন খুড়িয়ে
জীবনের তেজ শেষ হয়ে আজ গেছি যেনো বুড়িয়ে।
জীবন জুড়ে রাত থেকে রাত ভোর দেখি না অনেকদিন
নিজের প্রতি জুলুম করে বেড়ে গেছে আপন ঋণ।


ভুলের দরিয়ায় হাবুডুবু খাই
নিত্য সকাল সাঁঝে
পারিনা পারিনা পারবোনা আর
বলছি সকল কাজে।

অলসতার দিন পেরিয়ে আসুক আলোর ভোর
বাধা ডিঙিয়ে খুলতে চাই সফলতার দোর।
সাহস আমায় ডাকছে এখন লড়তে জীবন যুদ্ধে
ভুলের পাহাড় ধ্বংস করে গড়তে জীবন শুদ্ধে।

ধৈর্য আমায় দিচ্ছে দিশা
কাটতে সকল অমানিশা।

স্বপ্নেরা সব কিলবিলিয়ে ছুটছে লক্ষ্যপানে
সফল হয়েই বুঝবে এবার জীবন নদীর মানে।