সেরা রহমাত
ওয়াহিদ জামান
একখানা মেঘ মাথার ওপর
থাকতো সারাবেলা,
রোদ আগে না ছায়া আগে
চলতো তারই খেলা।
মরুভূমির ধুলোবালি
লাগতো না তার গায়,
জোছনা রাতের আলোকরাশি
চুমা দিতো পায়।
গাছগাছালি সালাম দিতো
মাথা নুয়ে নুয়ে
পথের ধুলো ধন্য হতো
তারই কদম ছুঁয়ে।
তিনি আমার প্রাণের প্রিয়
রাসূল মুহাম্মাদ
ধরার মাঝে তিনিই সেরা
খোদার রহমাত।