হেমন্তকাল
ওয়াহিদ জামান
দূর্বা ঘাসের ডগায় দেখো মুক্তোদানার দল
চিকচিক করে বলছে আমি শিশির টলমল।
ওপাশ থেকে শিউলি ডেকে বলছে ওরে খোকা
এই ধরো ফুল শাদা ফকফক এই নাও আরেক থোকা।
খোকা তখন মিষ্টি হেসে বলছে ওগো ফুল
কুয়াশাতে আসতে দেরি এটাই আমার ভুল।
তোমায় নিয়ে গাঁথবো মালা পরবো গলে গলে
তারপরেতে মাঠে যাবো আমরা দলে দলে।
এমন সময় পূব আকাশে সূর্যিমামার উঁকি
নরম রোদের ছোঁয়া দিয়ে ডাকছে ওরে খুকি।
মাঠের পরে মাঠ ভরেছে সোনা রঙের ধানে
চলনা খুকি ধান কুড়াতে নবান্নেরই টানে।
সন্ধ্যাবেলা নতুন চালের পায়েস রান্না হবে
নানান রকম পিঠা পুলি সাথে সাথেই রবে।
এইতো আমার হেমন্তকাল শান্ত সরব নদী
আসো না ভাই আমার সাথে দেখতে চাওগো যদি।