সামনে আগাও
ওয়াহিদ জামান
ইচ্ছে গুলো
পথের ধুলো
মাড়াতে তো চায় না,
কেমনে তবে
পূরণ হবে
আকাশ ছোঁয়ার বায়না।
ঘরে বসে
হিসাব কষে
কত দূর আর যাবে?
অলসতা
ভঙ্গুরতা
তোমায় খুঁজে পাবে।
ইচ্ছে তোমার
স্বপ্ন চুমার
সাহস তবে কই?
দীপ্ত পায়ে
শক্ত নায়ে
দেখছি না হইচই!
সামনে আগাও
ভয়কে ভাগাও
সফল তুমি হবে,
মিথ্যা ঠেলে
সামনে গেলে
রাত পোহাবে তবে।