কালবোশেখী
ওয়াহিদ জামান
ঈশান কোণে মেঘ জমেছে আঁধার ঘেরা সব
কান ফাটিয়ে দেবে বুঝি গুড়ুম গুড়ুম রব।
শো শো শো বাতাস বহে উড়ছে চালের খড়
আসছে আবার ভয়ঙ্কর কালবোশেখী ঝড়।
থরথরিয়ে কাঁপছে জমিন কাঁপছে বাড়ি ঘর
নদীর দুকূল ভাঙছে আরও ডুবছে দূরের চর।
গবাদ গরু, দুষ্টু ছাগল, শান্ত ভেড়ার পাল
দড়ি ছিঁড়ে পালাচ্ছে সব রাখাল নাজেহাল।
বড় বড় ডালগুলোও মড়মড়িয়ে ভাঙ্গে
সবুজ ধানের ক্ষেতটা গেল সর্বনাশা গাঙে।
বুড়ো বটের গাছটাও আজ উপড়ে গেল হায়
স্বজনহারা গাছগুলো সব করুণ চোখে চায়।
পাখপাখালি শোকে কাতর আপন হারা হয়ে
এডাল ওডাল দাপাদাপি ঝড়ের ক্ষত বয়ে।
এক নিমিষে মৃত্যুপুরী আমার সবুজ গাঁ
তবু আমি এখান থেকে কোথাও যাবো না।
আর এসো না কালবোশেখী এইদিকে ধেয়ে
বাকি জীবন কাটবে বুঝি শোকগাথা গেয়ে।
ওয়াহিদ জামান
ঈশান কোণে মেঘ জমেছে আঁধার ঘেরা সব
কান ফাটিয়ে দেবে বুঝি গুড়ুম গুড়ুম রব।
শো শো শো বাতাস বহে উড়ছে চালের খড়
আসছে আবার ভয়ঙ্কর কালবোশেখী ঝড়।
থরথরিয়ে কাঁপছে জমিন কাঁপছে বাড়ি ঘর
নদীর দুকূল ভাঙছে আরও ডুবছে দূরের চর।
গবাদ গরু, দুষ্টু ছাগল, শান্ত ভেড়ার পাল
দড়ি ছিঁড়ে পালাচ্ছে সব রাখাল নাজেহাল।
বড় বড় ডালগুলোও মড়মড়িয়ে ভাঙ্গে
সবুজ ধানের ক্ষেতটা গেল সর্বনাশা গাঙে।
বুড়ো বটের গাছটাও আজ উপড়ে গেল হায়
স্বজনহারা গাছগুলো সব করুণ চোখে চায়।
পাখপাখালি শোকে কাতর আপন হারা হয়ে
এডাল ওডাল দাপাদাপি ঝড়ের ক্ষত বয়ে।
এক নিমিষে মৃত্যুপুরী আমার সবুজ গাঁ
তবু আমি এখান থেকে কোথাও যাবো না।
আর এসো না কালবোশেখী এইদিকে ধেয়ে
বাকি জীবন কাটবে বুঝি শোকগাথা গেয়ে।