19 Sept 2019

ঈদের বায়না



ঈদের বায়না
ওয়াহিদ জামান


একটি ছেলে গল্প বলে মায়ের কাছে
ওই দোকানে লাল রঙা এক জামা আছে
সেই জামাটা পছন্দ তার খুব,
এসব শুনেও অভাগা মা
কেমনে থাকে এক্কেবারে চুপ
শুনছো ওমা!
ওই জামাটা পছন্দ মোর খুব।

জল টলমল চোখে
কাছে টেনে বুকে
বলছে সে মা- ওরে আমার খোকা
সোনা মানিক ওরে যাদু বোকা
গতবারের জলোচ্ছ্বাসে ভেঙে গেছে বাড়ি
সেই থেকে তো পেট চলে না খাবার কাড়াকাড়ি
মাফ করে দে এবার ঈদে বায়না ধরিস না
লাল জামা তুই আগামীবার কিনে পরিস যা।

ছোট্ট খোকার মন আকাশে মেঘের ঘনঘটা
বৃষ্টি পড়ে চোখ জুড়ে তার তপ্ত ফোঁটা ফোঁটা।
তার পছন্দের লাল জামাটা পরবে এবার কে
যার বাবাটা ধনী অনেক কিনবে হয়তো সে।
তাইতো রাগে ধরলো খোকা ভীষণরকম জিদ
আর কোনদিন বলবে না সে ঈদ মোবারক ঈদ।