19 Sept 2019

নামাজের শিক্ষা


নামাজের শিক্ষা
ওয়াহিদ জামান


কুরআন শিখে অর্থ বুঝে
নামাজ পড়তে হবে
আল্লাহর আদেশ মানার মনন
তৈরি হবে তবে।

একটা ফরজ ছেড়ে গেলে
সব বিফলে যাবে
আমল মাপার এই কানুনে
শেষ ফলাফল পাবে।

সময় মতো নিয়ম মেনে
নামাজ পড়ো যদি
সুস্থ হবে শরীর ও মন
চলবে নিরবধি।

ধনী-গরীব আমির ফকির
এক কাতারে এসে
সব ব্যবধান চূর্ণ করে
গভীর ভালোবেসে।

কেমন নেতা হতে হবে
নামাজ থেকে শিখে
সমাজ গড়ো রাষ্ট্র গড়ো
সংবিধানে লিখে।